ডেস্ক: বাস চলাচল শুরুর প্রথম দিনেই বড়সড় দুর্ঘটনা ঘটল রেড রোডে। ফোর্ট উইলিয়ামের পাঁচিল ভেঙে ঢুকে গেল মিনিবাস। বাইক আরোহীকে ধাক্কা মেরে ফোর্ট উইলিয়মের পাঁচিলে ধাক্কা মিনিবাসের। দুর্ঘটনার সময়ে বাসে অন্তত ৩০ জন যাত্রী ছিলেন। আহত হয়েছেন এদের মধ্যে অন্তত ১৯ জন। আহতদের তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ক্রেন দিয়ে বাসটি কিছুটা সরিয়ে সংজ্ঞাহীন অবস্থায় ওই বাইক আরোহীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাইকে পুলিশ স্টিকার সাঁটানো আছে। তাঁর হাঁটু রীতিমতো ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। সূত্রের খবর, ওই ব্যক্তির অবস্থা গুরুতর। বেপরোয়া বাসের ধাক্কায় এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাসের তলায় বেশ কিছুক্ষণ আটকে থাকেন এক বাইক চালক। বাইকে পুলিশের স্টিকার সাঁটা ছিল।পরে জানা যায় তিনি পুলিশ কর্মী।
শেষ পাওয়া খবরে অনুযায়ী, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এদের মধ্যে এক ব্যক্তি। গুরুতর আহত তিনজন। দুর্ঘটনায় মিনিবাসটি কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের বড় দল। পৌঁছেছে সেনাবাহিনীর বিশেষ দল। দ্রুত গতিতে উদ্ধারকাজ সেরেছেন তারা।
আরও পড়ুন: রাস্তায় নেই সরকারি-বেসরকারি বাস, চরম দুর্ভোগে যাত্রীরা
প্রত্যক্ষদর্শীদের দাবি, মেটিয়াবুরুজ-হাওড়া রুটের ওই মিনি বাসটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় ফোর্ট উইলিয়ামের গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইক আরোহীকে ধাক্কা মারে। পরে রেলিং ভেঙে ধাক্কা মারে ফোর্ট উইলিয়মের পাঁচিলে। দুর্ঘটনার পর যান নিয়ন্ত্রণে পুলিশকে সাহায্য করতে এগিয়ে আসেন সেনা জওয়ানরা। পরে ঘটনাস্থলে আসেন পুলিশ কমিশনার। দুর্ঘটনাগ্রস্ত বাসের মেকানিক্যাল পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন তিনি।
ফোর্ট উইলিয়াম এলাকায় বেশ কয়েকটি সিসিটিভি রয়েছে। সেখানেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ঠিক কী ভাবে অ্যাক্সিডেন্ট ঘটল। বাসচালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তা খতিয়ে দেখা হবে আশ্বাস তদন্তকারীদের।