ডেস্ক: ১ অক্টোবর শুরু করতে হবে পঠনপাঠন। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে নির্দেশিকা জারি করল ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বা ইউজিসি। সেখানে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ভর্তি প্রক্রিয়া। কলেজ, বিশ্ববিদ্যালয়েও ওপেন বুক সিস্টেমে পরীক্ষা নেওয়া হয়েছে। তার জেরে রীতিমতো বিভ্রান্তির শিকার পড়ুয়ারা। তাদের কথা মাথায় রেখে এবার নয়া নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC।
সম্প্রতি রাজ্য সরকার বিভিন্ন রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে বৈঠক করে। শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিবদের সেই বৈঠকের পর রাজ্য একটি বিজ্ঞপ্তিও জারি করেছিল। যেখানে ইউজিসির সুরের সঙ্গে মিলে গিয়েছিল রাজ্যের বক্তব্যও। ৩০ সেপ্টেম্বরের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া শেষ করার কথা বলা হয়। শনিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির তরফেও সেই নির্দেশিকাই জারি করা হয়েছে।
ইউজিসির নির্দেশিকায় অক্টোবরের প্রথম সপ্তাহ অর্থাৎ ১ অক্টোবর থেকেই ক্লাস শুরু করার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইন হোক বা অফলাইন, ভর্তি প্রক্রিয়া শেষ করতেই হবে। গোটা দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠিয়ে ইউজিসির তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিসাধীন সাধন পাণ্ডে
নির্দেশিকায় এও বলা হয়েছে, শিক্ষাবর্ষে পরীক্ষা বা সেমিস্টার কবে নেওয়া হবে, পরীক্ষার প্রস্তুতির জন্য কতদিন ছুটি থাকবে তা ঠিক করবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও আরও জানানো হয়েছে, যদি কোনও পড়ুয়া ভরতির পর পড়াশোনার সিদ্ধান্ত বাতিল করে, সেক্ষেত্রে তাকে পুরো টাকা ফেরত দিতে হবে। কারণ, করোনার জেরে আর্থিক ক্ষেত্রে অনেকেই বিপাকে পড়েছেন। সেকথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।