প্রথম পাতা খবর দৈনিক আক্রান্তর সংখ্যা ৫০ হাজারের কম, কমল দৈনিক মৃত্যু সংখ্যাও

দৈনিক আক্রান্তর সংখ্যা ৫০ হাজারের কম, কমল দৈনিক মৃত্যু সংখ্যাও

63 views
A+A-
Reset

ডেস্ক: টানা তিনদিন  দৈনিক আক্রান্তর সংখ্যা রয়েছে ৫০ হাজারের কম। কমল দৈনিক মৃত্যু সংখ্যাও। কিন্তুগত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী কোভিড আক্রান্তের সংখ্যা। তবে কমল দৈনিক মৃত্যু।


স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৯৫১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের চেয়ে ২২ শতাংশ বেশি। তবে দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকে আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮১৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লক্ষ ৯৮ হাজার ৪৫৪ জন।

আরও পড়ুন: উত্তরবঙ্গের বিভিন্ন অংশে বন্যা পরিস্থিতি , লাল সতর্কতা জারি আলিপুরদুয়ার, কোচবিহারে


অন্যদিকে, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬০ হাজার ৭২৯ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৪ লক্ষ ২৭ হাজার ৩৩০ জন। এখনও অবধি দেশে মোট ৩৩ কোটি ২৮ লক্ষ ৫৪ হাজার ৫২৭ জন করোনা টিকা পেয়েছেন। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.