ডেস্ক: কলকাতায় ফের ভাঙল পুরনো বিপজ্জনক বাড়ি। শনিবার বিকেলের এই ঘটনায় ইতিমধ্যে দুজনের মৃত্যুর খবর মিলেছে।গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। রাস্তা আটকে চলছে উদ্ধারকার্য। ঘটনাস্থলে পৌঁচছেন কলকাতা পুলিশ ও দমকলবাহিনী।
আরও পড়ুন: মণ্ডপসজ্জায় জুতোর ব্যবহার ‘ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে সরব শুভেন্দু, ভারতচক্র পুজোকে আইনি নোটিশ
জানা গিয়েছে, ১৫৬, রবীন্দ্র সরণী, বড়বাজারের এই ঠিকানাতেই দাঁড়িয়েছিল ‘বিপজ্জনক’ একটি বাড়ি। জোরেই বৃষ্টি পড়ছিল, আচমকাই হুড়মুড়়িয়ে ভেঙে পড়ে ওই বাড়িটির একাংশ। ধ্বংসস্তুপে নীচে চাপা পড়েন চারজন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দমদমের বাসিন্দা রাজীব গুপ্তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত হয়েছেন প্রদীপ দাস, মহম্মদ তৌফিক ও সুভাষ হাজরা নামে বাকি তিনজন। সকলেই ভর্তি হাসপাতালে।