‘বৈষম্যমূলক’ বাজেট নিয়ে আজ ফের উত্তাল হতে পারে সংসদ

নয়াদিল্লি: ২৩ জুলাই লোকসভায় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পরের দিন রাজ্যসভায় বাজেট পেশ করেন তিনি। এবারের বাজেটকে ‘বৈষম্যমূলক’ বলে অভিহিত করেছেন বিরোধীরা। অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য বেশি বরাদ্দ এবং অ-বিজেপি শাসিত রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলেছেন তাঁরা। আজ সপ্তাহের প্রথম কাজের দিনে সংসদে এই বিষয়টি ফের উত্থাপন করতে পারেন বিরোধীরা।

অর্থমন্ত্রীর বাজেট পেশের পর বিরোধীরা দাবি করেছেন যে, কেন্দ্রে সরকার টিকেয়ে রাখতে বিহার এবং অন্ধ্রপ্রদেশের শাসক দলের উপর অতিরিক্ত নির্ভর বিজেপি। এটি রাজ্যগুলির মধ্যে ন্যায়সঙ্গত আর্থিক বন্টনের ধারণাকে দুর্বল করেছে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সংখ্যাগরিষ্ঠ রাজ্যের সঙ্গে সম্পূর্ণ বৈষম্য করেছে।

শুক্রবার মুলতুবি হয়ে যাওয়ার পর, আজ আবার বসবে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। দু’দিন পর সোমবার আবারও লোকসভা এবং রাজ্যসভায় বাজেট অধিবেশন শুরু হবে। সেখানেও এনডিএ বনাম ‘ইন্ডিয়া’র দ্বৈরথ চলতে পারে বিভিন্ন ইস্যুতেই।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন