ডেস্ক: তৃণমূলের লক্ষ্য যে আগামী বছরে গোয়ার বিধানসভা ভোট, তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলনেত্রী। ২৮ অক্টোবর গোয়া যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ দিনের এই সফরে সে রাজ্যে একাধিক দলীয় কর্মসূচি রয়েছে তাঁর। সূত্রের খবর, আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট নিয়ে আলোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক চমকের পর এবার নিজেই গোয়ায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে টুইটে বিজেপি বিরোধী জোটের আহ্বান জানালেন তৃণমূল সুপ্রিমো।
এদিন টুইটে তিনি বলেন, ২৮ অক্টোবর গোয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তার আগে বিজেপি এবং তাদের বিভেদমূলক উদ্দেশ্যগুলিকে পরাস্ত করতে ব্যক্তি, সংগঠন এবং রাজনৈতিক দলগুলির কাছে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি। ১০ বছর ধরে গোয়ার মানুষ ভোগান্তির শিকার। আমরা একসঙ্গে নতুন সরকার গঠনের মাধ্যমে নতুন ভোরের সূচনা করব, যা গোয়ার জনগণের সরকার হবে এবং তাদের সমস্ত দাবি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। নতুন সরকার গোয়ার মানুষের মন বুঝে উন্নয়নের লক্ষ্যেই কাজ করবে।”
আরও পড়ুন: এবার শীতের আমেজ পেতে পারে রাজ্যবাসী
সমুদ্রের পাড়ে নিজেদের সংগঠনকে শক্ত করতে কোমর বেঁধে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই সে রাজ্য ছেয়েছে তৃণমূলের হোডিং, ব্যানারে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউটও। বিজয়া দশমীতে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের উপস্থিতিতে পানাজিতে খুলেন ঘাসফুল শিবিরের কার্যালয়।