জাতীয় স্বাস্থ্য মিশনের আওতাধীন চিকিৎসকদের অবসরের মেয়াদ বাড়াল রাজ্য

কলকাতা: চিকিৎসা পরিষেবা আরও মসৃণ করতে এবং চিকিৎসক সংকট কাটাতে বড়সড় উদ্যোগ। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনস্থ কয়েক হাজার চুক্তিভিত্তিক চিকিৎসকের অবসরের মেয়াদ বাড়িয়ে করা হল ৭০ বছর। যা আগে ছিল ৬৫ বছর।

শুক্রবার স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সরকারি চিকিৎসকদের অবসরের বয়স বাড়ানো হল। এ বার থেকে ৬৫-এর বদলে ৭০ বছর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন তাঁরা। চলতি বছরের ১ এপ্রিল থেকে নয়া নিয়ম কার্যকর হচ্ছে।

একই সঙ্গে বাড়ানো হয়েছে কাজে যুক্ত হওয়ার বয়সের ঊর্ধ্বসীমাও। আগে ৬২ বছরে কাজে যোগদানের শেষ বয়স ছিল। তা বাড়িয়ে করা হয়েছে ৬৭। মনে করা হচ্ছে, চিকিৎসকদের কার্যকালের মেয়াদ বৃদ্ধিতে চিকিৎসক সংকট কমবে।

রাজ্যে চিকিৎসা পরিষেবা আরও উন্নত করতে এবং চিকিৎসকদের ঘাটতি মেটাই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। মনে করা হচ্ছে, চিকিৎসকদের নিয়োগ ও অবসরের মেয়াদ বাড়লে সংকট অনেক কমবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক