প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। পরীক্ষার ৪৮ দিনের মাথায় ফল প্রকাশ হল। গত বারের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। আগস্ট মাসে কাউন্সেলিং শুরু হবে।
মাধ্যমিকের মতো জয়েন্টেও প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন একই নামের দুই পড়ুয়া। দু’জনের নামই হিমাংশু শেখর। প্রথম হিমাংশু ব্যারাকপুর সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের ছাত্র। দ্বিতীয় হিমাংশু শিলিগুড়ির নির্মাণ বিদ্যা জ্যোতি স্কুল। জয়েন্টের মেধাতালিকায় প্রথম দশের মধ্যে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মাত্র দুই পড়ুয়া স্থান পেয়েছেন। তাঁরা হলেন, কোচবিহারের জেনকিন্স স্কুলের কৌস্তভ চৌধুরী। তিনি পঞ্চম স্থান অধিকার করেছেন। ষষ্ঠ হয়েছেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুলের সৌম্যপ্রভ দে। প্রথম দশের মধ্যে ৬ জন সিবিএসই বোর্ডের এবং ২ জন আইএসসি বোর্ডের পড়ুয়া। শুক্রবার বিকেল ৪টে থেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে পড়ুয়ারা।
আরও পড়ুন :
‘অগ্নিপথ’ প্রকল্প ঘিরে বিক্ষোভের আগুন দেশ জুড়ে, দাউদাউ করে জ্বলছে ট্রেন
‘অগ্নিপথ’ নিয়োগ নিয়ে ক্ষোভের আঁচ বাংলাতেও, একাধিক স্টেশনে বিক্ষোভ, ব্যাহত ট্রেন পরিষেবা
বিধানসভায় রবীন্দ্র সঙ্গীত গাইলেন বাবুল সুপ্রিয়
অফিসের পার্টিতে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার এক মহিলা-সহ নির্যাতিতার ৩ সহকর্মী