প্রথম পাতা খবর জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, নবান্নে ঘোষণা মমতার

জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, নবান্নে ঘোষণা মমতার

355 views
A+A-
Reset

ডেস্ক: করোনার জেরেই ইতিমধ্যে বাতিল হয়েছে মাধ্যমিক উচ্চমাধ্যমিক দুটি পরীক্ষাই। তবে কীসের ভিত্তিতে নম্বর দেওয়া হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত ঝুলে রয়েছে। তবে আজ শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে।


৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট ও জনমতের ওপর ভিত্তি করেই রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। কীভাবে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মূল্যায়ন করা হবে, তা নিয়ে আর কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 


সূত্রের খবর, মাধ্যমিকের ক্ষেত্রে নবম শ্রেনির ফলাফলের নম্বর দেখা হবে। এছাড়াও ক্লাস টেস্টে যে সমস্ত পরীক্ষা নেওয়া হয় সেই সমস্ত ফলাফলও দেখা হবে মাধ্যমিকের চূড়ান্ত রেজাল্টের ক্ষেত্রে। অন্যদিকে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখা হবে দুবছর আগে দেওয়া মাধ্যমিকের নম্বর। এমনটাই সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও একাদশের নম্বরও দেখা হবে বলে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: আগামী ৩১ জুলাই প্রকাশিত হতে চলেছে সিবিএসইর দ্বাদশ শ্রেণির ফল


মুখ্যমন্ত্রী সোমবারেই সাংবাদিক বৈঠকে বলেন, ‘আমি চাই, পড়ুয়ারা যাতে কোনও বিপদে না পড়ে। তাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়। তারা আমাদের ছোট্ট প্রিয় সাথী। পরীক্ষা ছাড়া মূল্যায়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে মানসিক কোনও সমস্যা না হয়, রেজাল্ট তৈরির আগে সব দিক ভালো করে খতিয়ে দেখতে বলব শিক্ষা দপ্তরকে। পড়ুয়াদের দিকটা ভেবেই যেন সিদ্ধান্ত নেয়। ওরা যাতে কোনও সাফার না করে।’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.