কলকাতা হাইকোর্টের তোপের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশনকে

ডেস্ক: কলকাতা হাইকোর্টের তোপের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশনকে। মামলার শুনানিতে কার্যত স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভর্তসনার মুখে পড়তে হয়। মামলাতে এদিন আদালতের পর্যবেক্ষণ, ‘এসএসসি-র ওপর আমার কোনও বিশ্বাসই নেই।’ আর এহেন মন্তব্যের পরেই সংশ্লিষ্ট ওই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: সব পুজো কমিটিকে ৫০ হাজার! করোনা পরিস্থিতিতে কীভাবে হবে দুর্গাপুজো, ঘোষণা সরকারের


মামলার সওয়াল জবাব চলাকালীন নিজের ভুল স্বীকার করে নেয় স্কুল সার্ভিস কমিশন। তাদের বক্তব্য, নিয়োগে মেধাতালিকার নম্বরের ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে তাদের  ভুল হয়েছে। ভুল স্বীকার করে কার্যত রিপোর্টও জমা করে কমিশন। এরপর শুনানির সময় এদিন সেই রিপোর্ট স্কুল সার্ভিস কমিশনের তরফে আদালতে পেশ করেন অ্যাডভোকেট জেনারেল। রিপোর্ট দেখে অত্যন্ত রেগে যান বিচারপতি। তিনি বিস্ময়ও প্রকাশ করেন। তিনি বলেন, “স্কুল সার্ভিস কমিশনের ওপর আমার কোনও ভরসা নেই।” 

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?