প্রথম পাতা খবর দুপুর থেকে বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা সহ দক্ষিণের জেলাগুলি

দুপুর থেকে বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা সহ দক্ষিণের জেলাগুলি

285 views
A+A-
Reset

শুক্রবার থেকে হাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার দুপুর থেকেই নাকি ভারী বর্ষণে ভিজবে শহর। অস্বস্তিকর গরম থেকে মিলবে রেহাই। জেলার শহরগুিলতেও হবে বর্ষণ এমনই পূর্বাভাস হাওয়া অফিসের।

উত্তরে নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করলেও সেখানেই থমকে গিয়েছে মৌসুমী বায়ু। আগামী তিন-চার দিন মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি নেই দক্ষিণবঙ্গে। তাই দক্ষিণে এবার বর্ষা দেরিতে প্রবেশ করতে পারে, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শুক্রবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বিকেলের পর বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সারাদিন চরম আর্দ্রতাজনিত বজায় থাকবে। বিকেলের পর দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী চার পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।

পার্বত্য জেলা গুলিতে চলছে ভারী বর্ষণ। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মালদা এবং দুই দিনাজপুরে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তরাই, ডুয়ার্সেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শিলিগুড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন দার্জিলিঙে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস।

আরও পড়ুন :

মুখ্যমন্ত্রীর করজোড়ে অনুরোধেও কাজ হল না, ডোমজুড়ে দীর্ঘ সময় ধরে পথ অবরোধ

দৈনিক আক্রান্ত ৭ হাজার ছাড়াল, এক ধাক্কায় সংক্রমণ বাড়ল প্রায় ৪০ শতাংশ

ভবানীপুরে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ২

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.