এবার সময়ের আগেই আসছে বর্ষা, এমনটাই জানাল মৌসম ভবন। আগামী তিন দিন পরেই আন্দামান সাগরে ঢুকে পড়বে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এমনই জানিয়েছে আইএমডি।
আবহাওয়াবিদরা জানিয়েছেন মৌসম ভবনের (IMD) তরফে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (Southwest Monsoon) ১৫ মে-র মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছবে। ফলে ১৫ মে-তেই বর্ষার প্রথম বৃষ্টি পেতে চলেছ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নিকোরবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে ১৫ মে। মনে করা হচ্ছে চলতি মাসেই বর্ষা ঢুকবে ভারতে। বর্ষা শুরুর আগে একের পর এক ঘূর্ণিঝড় আর নিম্নচাপ তৈরি হয় বঙ্গোপসাগরে। অশনির হাত ধরেই কী দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আগমন বার্তা দিল তা নিয়ে শুরু হয়ে গিয়েছে গবেষণা।
আগামী চার পাঁচ দিনের মধ্যেই কেরলে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়া বিদরা। এদিকে আন্দামান-নিকোবর দ্বীপে ইতিমধ্যেই দফায় দফায় বৃষ্টি চলছে। তার সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। মে মাসের ১৯ থেকে ২০ তারিখের মধ্যেই আন্দামান-নিকোবরে ঢুকে পড়বে বর্ষা। অর্থাৎ বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে সেখানে।