প্রথম পাতা খবর DA মামলায় হাইকোর্টের রায়ের পুনর্বিবেচনায় ফের আদালতের দ্বারস্থ রাজ্য

DA মামলায় হাইকোর্টের রায়ের পুনর্বিবেচনায় ফের আদালতের দ্বারস্থ রাজ্য

289 views
A+A-
Reset

আগামী ৩ মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএ, নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বেঁধে দেওয়া সেই সময়সীমা শেষ হওয়ার মুখে। এই অবস্থায় রায়ের পুনর্বিবেচনায় ফের আদালতের দ্বারস্থ হল রাজ্য। শুক্রবার আবারও ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে রাজ্য। রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। গত ২০ মে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় রায় ঘোষণা করেছিল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ।

আদালতের তরফে বলা হয়েছিল, কনজিউমার প্রাইস ইনডেক্সের ওপর ভিত্তি করে ডিএ নির্ধারণ করতে হবে রাজ্যকে। তিন মাসের মধ্যে তা নির্ধারণ করে বকেয়া ডিএ মেটাতে হবে বলেও উল্লেখ করা হয়েছিল রায়ে। পরে হাইকোর্ট সেই রায় বহাল রাখে। ২০ মে বলা হয়েছিল, তিন মাসের মধ্যে ডিএ মেটাতে হবে। সেই মতো তিন মাসের সময়সীমা শেষ হচ্ছে ২০ অগস্ট। তার আগেই আবার আদালতের দ্বারস্থ রাজ্য।

বিষয়টি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, ‘সবে অনলাইনে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে বলে শুনছি। সেই কপি পাওয়ার পর পুরো বিষয়টি বুঝতে পারব। তখন বোঝা যাবে, রাজ্য সরকার হাইকোর্টের পুরো রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে নাকি কিছুটা অংশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে।’

আরও পড়ুন :

আবারও ফিরতে চলেছে নস্ট্যালজিয়া, ইডেনে ব্যাট হাতে নামবেন সৌরভ

চোখে জল, নিজাম প্যালেসে প্রথম রাত কাটল বীরভূমের বেতাজ বাদশার

ইনস্টাগ্রামে একটা ছোট্ট পোস্ট টেনিসকে বিদায় জানাতে চলেছেন সেরেনা উইলিয়ামস

কয়লা পাচার-কাণ্ডে আট আইপিএসকে নোটিস পাঠাল ইডি

দেশের চতুর্দশ উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন জগদীপ ধনকড়

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.