ডেস্ক: ১ জানুয়ারি দিনটিকে মা-মাটি-মানুষ দিবস হিসেবে পালন করে রাজ্য সরকার। এবার থেকে ওই দিনটিকেই স্টুডেন্টস ডে বা ‘ছাত্র দিবস’ হিসেবে পালন করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “বছরের প্রথমদিন পড়ুয়াদের জন্য উৎসর্গ করলেন বলে জানালেন মমতা। ২০২৪ সালের মধ্যেো ঘরে ঘরে পৌঁচ্ছে যাবে পানীয়জলের পাইপলাইন বুধবার মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে দাবি মুখ্যামন্ত্রীর। তিনি জানিয়েছেন আগামী ২০ নভেম্বর থেকে ছাত্র মেলার আয়োজন করা হবে। সেখানে মোট ১০ পড়ুয়াকে লোন অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়া হবে। বিবেকানন্দ স্কলারশিপ দেওয়ার জন্য ১২ জানুয়ারি দিনটিকে বেছে নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, শিক্ষা দফতরের তরফ থেকে এ দিন জানানো হয়েছে, শিক্ষা মেলার দিন ক্যাম্প থেকে ক্রেডিট কার্ড দেওয়া হবে। ১৫০ থেকে ২০০ কোটি টাকা এই দিন পড়ুয়াদের সরকারের তরফে ঋণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। মমতা বলেন, প্রত্যক মাসে বা প্রতি ১৫ দিন অনত্র যদি এরকম একটা করে মেলা করা যায়, তাহলে পড়ুয়াদের ঋণ পেতে সুবিধা হবে। যাদের একটা কোর্স শেষ হয়ে যাচ্ছে, তারাও এই ঋণ নি তে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগেই ভোটে জয়লাভ করলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি পূরণ করেছেন তিনি। ক্ষমতায় এসেই কথা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই চালু হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প।