প্রথম পাতা খবর পঞ্চম অর্থ কমিশন গঠন করল রাজ্য সরকার

পঞ্চম অর্থ কমিশন গঠন করল রাজ্য সরকার

310 views
A+A-
Reset

পঞ্চম অর্থ কমিশন গঠন করল রাজ্য সরকার। চতুর্থ কমিশনের মতোই এবারও নেতৃত্বে রয়েছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যাপক অভিরূপ সরকার। তিনি ছাড়া, বাকি চারজন সদস্যের মধ্যে তিনজন রাজ্যের অবসরপ্রাপ্ত আমলা। তাঁরা হলেন বর্ণালী বিশ্বাস, আশিসকুমার চক্রবর্তী এবং স্বপনকুমার পাল। কমিশনের আরেক সদস্য হলেন রুমা মুখোপাধ্যায়। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, চতুর্থ অর্থ কমিশনের মতোই কাজ করবে এই অর্থ কমিশনও।

পঞ্চম অর্থ কমিশনের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হল। আর নয়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ছয় মাসের মধ্যেই কমিশনকে রিপোর্ট দিতে হবে। তবে কার্যকালের মেয়াদ কমিশনের ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত। যদিও এই কমিশন ২০২০ সালের এপ্রিল থেকে কাজ শুরু করবে বলে জানা যাচ্ছে। পরবর্তী পাঁচ বছরের পুরসভা ও পঞ্চায়েতের পরিস্থিতি খতিয়ে দেবে। আর এরপরেই রিপোর্ট দেবে বলে জানানো হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.