Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই আরজি কর মামলার কেস ডায়েরি জমা করল রাজ্য - NewsOnly24

হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই আরজি কর মামলার কেস ডায়েরি জমা করল রাজ্য

কলকাতা: আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। এরই মধ্যে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই আরজি কর মামলার কেস ডায়েরি আদালতে জমা করেছে রাজ্য সরকার। পাশাপাশি, আরজি করের সদ্যপ্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগপত্র, নতুন নিয়োগপত্রও জমা করা হয় হাইকোর্টে।

হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে মঙ্গলবার আরজি করের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে পাঁচটি জনস্বার্থ মামলার শুনানি হয়। এই মামলায় কেস ডায়েরি তলব করেছিলেন প্রধান বিচারপতির। সন্দীপ ঘোষের পদত্যাগপত্র এবং নতুন নিয়োগপত্রও তলব করেছিলেন তিনি। দুপুর ১টার মধ্যে আদালতে জনা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

এ দিন প্রধান বিচারপতি বলেন, “কে বা কারা বাড়িতে ফোন করে প্রথমে অসুস্থ ও একটু পরেই আত্মহত্যার কথা বলেছিল, তা কি পুলিশ খতিয়ে দেখছে? একজন চিকিৎসক কর্মরত অবস্থায় এই ধরনের ঘটনার স্বীকার হলেন। এর থেকে খারাপ কী হতে পারে! তাঁর পরিবারকে তিন ঘণ্টা অপেক্ষা করতে হল। কেন পুলিশ ‘অস্বাভাবিক মৃত্যু’-তে মামলা করেছিল?”

বিষয়টিকে অন্য দিকে ঘুরিয়ে দিতেই কি আত্মহত্যার কথা বলা হয়েছিল? কে ফোন করেছিলেন? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সেই শুক্রবার থেকে। এ দিন জানা গেল, হাসপাতালের সহকারী সুপারই ফোন করে খবর দিয়েছিলেন ওই চিকিৎসকের বাড়িতে।

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন