প্রথম পাতা খবর পিছিয়ে গেল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ১৫ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সেলিং শেষ

পিছিয়ে গেল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ১৫ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সেলিং শেষ

281 views
A+A-
Reset

ডেস্ক: করোনা পরিস্থিতিতে পিছিয়ে দেওয়া হল রাজ্য জয়েন্ট এন্ট্রাস। বুধবার এক সাংবাদিক বৈঠক করে জয়েন্ট কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, ৬ দিন পিছিয়ে আগামী ১৭ জুলাই রাজ্যের জয়েন্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে অফলাইনে। ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৪ অগস্টের মধ্যে। ভর্তি সংক্রান্ত কাউন্সেলিং ১৫ সেপ্টেম্বরের মধ্যে তিন দফার মধ্যে শেষ করা হবে। যদিও এ বার পরীক্ষা হবে শনিবার।  

এই জয়েন্টই (Joint Entrance Exam 2021) হতে চলেছে প্রথম অফলাইন পরীক্ষা। অর্থাৎ, বাড়িতে বসে নয়, পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের।
বোর্ড সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের বাড়ির কাছে শিক্ষাকেন্দ্রে পরীক্ষার সিট পড়বে। সেভাবেই ব্যবস্থা করতে চাইছে বোর্ড। মোট ২৭৪টি কেন্দ্রে হবে পরীক্ষা।


এবার ১১ জুলাই রাজ্য জয়েন্ট এন্ট্রাস হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে ছ’দিন পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা। কিন্তু ছ’দিনের ব্যবধানে করোনা পরিস্থিতির কতটা উন্নতি হবে? রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়েছে, জুলাইয়ের মাঝামাঝি গণপরিবহন ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে মনে করা হচ্ছে। তাই সেই সময় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

আরও পড়ুন: ভ্যাকসিন জালিয়াতির কবলে খোদ যাদপুরের সাংসদ,মিমির উদ্যোগেই ধরা পড়ল ভুয়ো IAS


রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এই ব্যাপারে। সবথেকে বড় বিষয়টি হল, এই পরীক্ষাটি বাতিল করা কোনওভাবেই সম্ভব ছিল না। কারণ, এটি একটি প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষার উত্তীর্ণরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি জাতীয় কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পান। সেই বিষয়টি মাথায় রেখে ২৭৪টি কেন্দ্র পরীক্ষা নেবে বোর্ড। মেনে চলা হবে করোনা বিধি। বজায় রাখা হবে সামাজিক দূরত্ব। সেজন্য প্রতি বেঞ্চে একজন প্রার্থী বসবেন। বড় বেঞ্চ হলে সর্বাধিক দু’জন বসতে পারবেন। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.