বদল হলেন রাজ্যের শিক্ষা কমিশনার। নতুন শিক্ষা কমিশনার হচ্ছেন অরূপ সেনগুপ্ত। এই আধিকারিক স্পেশ্যাল কমিশনার বিশেষ পদ মর্যাদার সচিব। এই নির্দেশিকাই জারি করেছে নবান্ন। গ্রুপ সি-ডি, দ্বাদশ-একাদশ সহ একাধিক নিয়োগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই তদন্ত করছে। আর এর মধ্যেই রাতারাতি সিদ্ধান্ত। বদলি করা হল স্কুল শিক্ষা কমিশনারকে। রাজ্য সরকারের হঠাত এহেন সিদ্ধান্ত ঘিরেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
আইএএস অরূপ সেনগুপ্তকে রাতারাতি ওই পদে নিয়ে আসা হয়েছে। নবান্নের তরফে এহেন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে এই দফতরের দেখভালের দায়িত্বে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।
এর আগে এই দায়িত্ব সামলেছেন শুভ্র চক্রবর্তী। তিনি আইএএস অফিসার। স্কুল শিক্ষা কমিশনার ও সমগ্র শিক্ষা মিশনের রাজ্য অধিকর্তার দায়িত্বে ছিলেন তিনি। গত বুধবার তাঁকে দেওয়া হয় এসএসসি চেয়ারম্যানের দায়িত্ব। এই ৩ টি গুরুত্বপূর্ণ দফতরের চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের শিক্ষা কমিশনার করা হয়েছে অরূপ সেনগুপ্তকে।
উল্লেখ্য, শিক্ষা দফতরে ব্যাপক রদবদল করছে রাজ্য। এ বিষয়ে বিশেষ নজর দিয়েছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।