নয়াদিল্লি : শীর্ষ আদালতে জোর ধাক্কা খেল বিজেপি। কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন সুকান্ত মজুমদাররা। সোমবার সেই আবেদন না শুনে উল্টে হাই কোর্টে যাওয়ার কথা বল শীর্ষ আদালত।
বিচারপতি এল নাগেশ্বর রাও বলেন,‘‘ভোটে কেন্দ্রীয় বাহিনীর নিয়োগের বিষয়ে আমার কোনো সিদ্ধান্ত নিতে পারব না। এই পরিস্থিত ভাল অনুধাবন করতে পারবে হাই কোর্ট।’’ বিচারপতি এই বক্তব্যের পর সুপ্রিম কোর্ট থেকে তাদের আবেদন প্রত্যাহার করে নেয়। তবে, বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারবে বিজেপি।
আরও পড়ুন : গোয়া থেকে বিজেপিকে বিতাড়নের ডাক অভিষেকের
বিজেপি-র আইনজীবী মনিন্দর সিং আদালতে বলেন, ‘‘ ২ডিসেম্বর থেকে প্রার্থীদের উপর চাপ তৈরি করা হচ্ছে। প্রার্থীপদ প্রত্যার করতে বাধ্য করা হচ্ছে। পুলিশও অভিযোগ নিচ্ছে না। সে কারণে শীর্ষ আদালতে দারস্থ হয়।
এর আগে এই দাবি নিয়ে রাজ্যপাল ও নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। মঙ্গলবার হাই কোর্ট পুর ভোট সংক্রান্ত মামলার রায়।