পেগাসাস মামলায় কেন্দ্রকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট

ডেস্ক: পেগাসাস মামলায় কেন্দ্রকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। আগামী ১০ দিন পর ফের শুনানি হবে‌। ইজরায়েলি স্পাইওয়ারের মাধ্যমে নজরদারি চালানোর যে অভিযোগ উঠেছে, সেই ঘটনায় তদন্তের আর্জি জানিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় কেন্দ্রকে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত।


আজ সুপ্রিম কোর্টে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন,  জাতীয় নিরাপত্তার স্বার্থে সব তথ্য জনসমক্ষে আনা সম্ভব নয়। তিনি মেনে নেন, জাতীয় সুরক্ষার কারণে পেগাসাসের মতো সফটওয়ারের ব্যবহার করতেই হয়। তবে পাশাপাশি তিনি এও বলেন, সাধারণের ক্ষেত্রে এই সফটওয়ার প্রয়োগ হওয়ার কথা নয়।আগামী ১০ দিন পর ফের শুনানি হবে‌। আজ সুপ্রিম কোর্টে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন,  জাতীয় নিরাপত্তার স্বার্থে সব তথ্য জনসমক্ষে আনা সম্ভব নয়। তিনি মেনে নেন, জাতীয় সুরক্ষার কারণে পেগাসাসের মতো সফটওয়ারের ব্যবহার করতেই হয়। তবে পাশাপাশি তিনি এও বলেন, সাধারণের ক্ষেত্রে এই সফটওয়ার প্রয়োগ হওয়ার কথা নয়।

আরও পড়ুন: মৃত্যুর প্রতীক্ষায় দিন গুনছেন, Afghanistan-এর প্রথম মহিলা মেয়র


মঙ্গলবার প্রধান বিচারপতি এনভি রামান্না, বিচারপতি সূর্য কন্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ জানিয়েছে, কীভাবে মামলার শুনানি এগিয়ে যাবে, তা বিবেচনা করে দেখা হবে। বেঞ্চের তরফে বলা হয়, ‘কীভাবে বিষয়টি এগিয়ে যাবে, তা নিয়ে আমাদের ভালতে হবে।’ সেইমতো কেন্দ্রকে নোটিশ জারি করে দেওয়া হয়। ১০ দিন পর আবারও শুনানি করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।


সুপ্রিম কোর্টের তরফেও এদিন সরকারি কৌসুলি তুষার মেহতাকে স্পষ্ট বলা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনও তথ্যই তাদের থেকে চাওয়া হচ্ছে না তুষার মেহতার মত ছিল, এই ধরনের সফটওয়্যার সরকার কিনেছে কিনা কেনেনি সে বিষয়ে প্রকাশ্যে তথ্য দিলে জাতীয় সুরক্ষা এই প্রশ্নের মুখে পড়বে। এর থেকে সুবিধা নিতে পারে জঙ্গী সংগঠন গুলিও। কিন্তু প্রস্তাবিত টেকনিক্যাল কমিটির সামনে তথ্য তুলে ধরতে কেন্দ্রের কোনও আপত্তি নেই এমনটাই জানান তুষার মেহেতা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক