ডেস্ক: লখিমপুর কাণ্ডে উত্তর প্রদেশ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট৷ লখিমপুরের ঘটনাকে নারকীয় হত্যাকাণ্ড বলল সুপ্রিম কোর্ট। যোগী সরকারের তদন্তে একেবারেই সন্তুষ্ট নন শীর্ষ আদালত। নতুন করে ভাল করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। মূল অভিযুক্ত কোনও সাধারণ মানুষ হলেও পুলিশ এই একই ধরনের ব্যবহার তাঁর সঙ্গেও করত কি না সেই প্রশ্নও তোলে প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ। পাশাপাশি শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয় মামলায় পুলিশের তদন্তে তারা অসন্তুষ্ট। আদালতের তরফে বলা হয়, ‘নিশ্চিত করতে হবে যাতে পুলিশ আধিকারিকরা তদন্তের তথ্য প্রমাণ নষ্ট না করে।’
আরও পড়ুন: অরুণাচলে ফের সংঘাতে জড়াল ভারত ও চিনের সেনা
গতকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এনভি রামানা-র নেতৃত্বে গঠিত ৩ সদস্যের বেঞ্চ নির্দেশ দেয় যাতে আজ লখিমপুর মামলার বিস্তারিত রিপোর্ট জমা দেয় যোগী সরকার। তারপর উত্তরপ্রদেশ পুলিশ অন্যতম অভিযুক্ত আশিস মিশ্রকে সমনের নোটিস পাঠায়। তবে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস সেই হাজিরা এড়িয়ে যান। এতে সন্তুষ্ট নয় শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি ২০ অক্টোবর হবে।