শীর্ষ আদালত জানালো অনিচ্ছুক ব্যক্তিকে জোর করে টিকা দেওয়া যাবে না

একটি মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলে, কোনও ব্যক্তিকে জোর করে টিকা দেওয়া যাবে না। এটি ভারতীয় সংবিধানের ২১ ধারা বিরোধী।

কোর্ট এও বলে, বিভিন্ন রাজ্য সরকার জোর করে টিকা দিচ্ছে এবং বিভিন্ন স্থানে যাওয়া ও কাজকর্ম করার ক্ষেত্রে টিকাকে বাধ্যতামূলক করছে। এটা সম্পূর্ণ অসাংবিধানিক। সাথে সাথে এ কথাও বলেছে, কেন্দ্রের টিকা নীতি অযৌক্তিক নয়।

কেন্দ্র সরকারকে কোর্ট নির্দেশ দিয়েছে টিকা নেওয়ার পর কতজনের ক্ষেত্রে প্রতিকূল ঘটনা ঘটেছে তার একটি তথ্য জনসমক্ষে প্রকাশ করতে। কেন্দ্রকে সাথে সাথে এ কথাও বলেছে, এই তথ্য তৈরির ক্ষেত্রে যেন কোনও আপস করা না হয়।  

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক