দ্রুত উপনির্বাচনের দাবিতে আজ দুপুরে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল

ডেস্ক: মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ ফুরিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশন এখনও কোনও পদক্ষেপ করেনি। রাজ্যের সাত কেন্দ্রে দ্রুত নির্বাচনের দাবি জানাতে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাচ্ছেন তৃণমূলের ৫ সাংসদ। এদিন বিকেল তিনটেই সাক্ষাতের সময় পাওয়া গিয়েছে।


৫ জনের প্রতিনিধিদলে রয়েছেন সৌগত রায়, সুখেন্দুশেখর রায়, মহুয়া মৈত্র, জহর সরকার ও সাজদা বেগম। দুপুর সোয়া ৩টে নাগাদ নির্বাচন কমিশনে যাবে তৃণমূলের প্রতিনিধিদল। সূত্রের খবর, রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নির্বাচন প্রক্রিয়া পুরোপুরি কোভিড বিধি মেনে হবে, কমিশনের কাছে এমনই দাবি করবে তৃণমূল।

আরও পড়ুন: দ্রুত উপনির্বাচনের দাবিতে দিল্লি যাচ্ছে TMC, রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার জন্য পাগল হয়ে যাচ্ছেন, কটাক্ষ দিলীপের


এই প্রেক্ষিতে এদিন দিলীপ ঘোষ বলেন, বিদ্যালয় থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ রাজ্যে। কিন্তু উনি উপনির্বাচন চাইছেন। এতগুলো পুরসভার নির্বাচন বকেয়া মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছ না। ক্ষমতা হারানোর ভয়ে উপনির্বাচন চাইছেন। 

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক