শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল

ডেস্ক : ভোটের দিন ঘোষণার এক সপ্তাহের মাথায় শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। গত সোমবার দলের কোর কমিটির বৈঠকে জমা পড়ে প্রার্থীদের খসড়া তালিকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন দিলেই তালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।

প্রতিবারের মতো এবারও প্রার্থী তালিকায় থাকতে পারে একাধিক চমক। তালিকায় টলিউডের তরুণ অভিনেতা- অভিনেত্রীরাও থাকবেন বলে মনে করা হচ্ছে।

এই তালিকায় সবচেয়ে আর্কষণের কেন্দ্র খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী দল ছেড়ে দেওয়ার পর তিনি জানিয়ে দিয়েছিলেন যে, তিনি নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়াবেন। তাই মমতা নন্দীগ্রাম থেকে লড়ছেন কিনা তা নিয়ে যথেষ্ট আগ্রহ থাকবে আম জনতার।

অন্যদিকে তিনি ভবানীপুরে প্রার্থী হবেন কি না তা নিয়ে জল্পনা তুঙ্গে।

নন্দীগ্রামে ইতিমধ্যেই তৃণমূল কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়া লিখতে আরাম্ভ করে দিয়েছেন। তাই শুক্রবার বিরোধীদল থেকে সাধারণ মানুষ সকলেরই নজর থাকবে শাসকদলের প্রার্থী তালিকার উপর।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক