ডেস্ক: উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে জট অব্যাহত। উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ তালিকা নিয়ে ২৫ হাজারের বেশি অভিযোগ জমা পরল স্কুল সার্ভিস কমিশনে। আর সেটা মাত্র তিন সপ্তাহের মধ্যে! ইতিমধ্যেই সেই অভিযোগ গুলিকে স্ক্রিনিংয়ের প্রক্রিয়া শুরু করেছে এসএসসি বলেই সূত্রের খবর। কমিশন সূত্রে খবর আগামী সপ্তাহ থেকেই শুনানি পর্ব শুরু করা হতে পারে।
উল্লেখ্য, উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সমস্ত প্রার্থীদের অভিযোগ রয়েছে, তাদের তা জানানোর সুযোগ দিতে হবে। সেই মোতাবেক উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে গত ১০ জুলাই থেকে শুরু হয় অভিযোগ গ্রহণ প্রক্রিয়া। তাতে দেখা গেল, মাত্র ২১ দিনেই ২৫ হাজার অভিযোগ জমা পড়েছে।
আরও পড়ুন: শ্রীমান’ দিলীপ ঘোষকে খোঁচা বাবুলের! করলেন ভবিষ্যতের ঘোষণা
হাইকোর্টের নির্দেশ মোতাবেক যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকদের চেয়েছিল স্কুল সার্ভিস কমিশন স্কুল শিক্ষা দপ্তর থেকে শুনানি পর্ব শুরু করার জন্য। সূত্রের খবর ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের তরফে ৬ জন যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক কে দেওয়া হয়েছে কমিশনকে এই শুনানি পর্বের জন্য। তাই আর দেরি করতে চাইছে না কমিশন শুনানি পর্ব শুরু করার জন্য।
উল্লেখ্য, ইন্টারভিউ প্রক্রিয়ায় কোনও বাধা না দিলেও আদালতের নির্দেশ ছাড়া আগামী ৩ মাস নিয়োগপত্র দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ, ইন্টারভিউ গ্রহণ প্রক্রিয়া শেষ করে প্যানেল প্রস্তুত করতে হবে। একই সঙ্গে ইন্টারভিউতে ডাক পাওয়া প্রার্থীদের স্বচ্ছ তথ্য ভাণ্ডার তৈরি করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তাতে শিক্ষাগত যোগ্যতা, ওয়েটেজ এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি করতে হবে এই তথ্যভাণ্ডার।