আজ শুরু পরিবহণ কর্মীদের টিকাকরণ প্রক্রিয়া, উদ্বোধন করলেন ফিরহাদ হাকিম

কলকাতা: পরিবহণ দফতরের কর্মীদের ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন।করোনার টিকা পেলেন বাস-ট্যাক্সি চালক থেকে শুরু করে টোটো চালকরা। পুরসভার ময়দান টেন্টে দেওয়া হল এই টিকা। ময়দানে ভ্যাকসিনেশন ক্যাম্পের উদ্বোধন করলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম ।

ফিরহাদ হাকিম বলেন, “এখানে আমরা প্রাথমিকভাবে শুরু করেছি ১০০ জনকে দিয়ে। লক্ষ্য রয়েছে রোজ ৫০০ লোককে টিকা দেব। এছাড়াও অনেকগুলো ডিপোতে যেমন হাওড়া, অহেন্দ্র মঞ্চ, তারাতলায়, সল্টলেকে একই সঙ্গে এই কর্মসূচি শুরু হল। পরিবহণ কর্মীদের সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গায় আবার হকারদেরও দেওয়া হচ্ছে টিকা। অহেন্দ্র মঞ্চে হকারদের টিকা দেওয়া হচ্ছে।”

ময়দান ছাড়াও মঙ্গলবার থেকে রাজ্যের তিন জায়গায় ভ্যাকসিনেশন ক্যাম্পের উদ্বোধন হয়। সল্টলেক-হাওড়া, তারাতলা বাস ডিপো এবং কলকাতা পুরসভার টেন্টে এই ভ্যাকসিনেশনের কাজ কাজ ইতিমধ্যেই শুরু হচ্ছে। জানা গিয়েছে, রাজ্যের পরিবহণ দফতর প্রত্যেক বাস সংগঠনকে ড্রাইভার, কন্ডাক্টরদের নামের তালিকা পাঠাতে বলেছে। সেই তালিকায় বাসের লাইসেন্স নম্বর, জেলার নাম, আধার নম্বর সহ সব তথ্য লিখে জমা দিতে হবে। সেই অনুযায়ী টিকাকরণ হবে।

আরও পড়ুন: সামান্য স্বস্তি, পরপর দুদিন দেশে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের নয়া পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ময়দানের ভ্যাকসিনেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন। ফিরহাদ হাকিম জানিয়েছেন, শুধু পরিবহণ কর্মী নয়, হকারদেরও টিকা দেওয়া হবে। সেইমত শহরের বিভিন্ন সিনেমা হলকে হকারদের ভ্যাকসিনেশন ক্যাম্প হিসেবে বেছে নেওয়া হয়।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন