শুক্রবার হাই কোর্টে আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ ও হত্যা মামলার কেস ডায়রি ও রিপোর্ট পেশ করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, মেডিক্যাল বোর্ড ও তদন্ত অনুযায়ী এটি গণধর্ষণ নয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, তাহলে এখন কীসের তদন্ত চলছে? সিবিআই জানায়, তথ্যপ্রমাণ নষ্ট-সহ অন্যান্য অপরাধে কারা যুক্ত ছিল, সেটাই খতিয়ে দেখা হচ্ছে।
বিচারপতি জানতে চান, একজনের ডিএনএ পরীক্ষা করা হয়েছে নাকি আরও কারও? সিবিআই জানায়, একজন পুরুষের ডিএনএ মিলেছে, তাই শুধু তারই পরীক্ষা হয়েছে।
নির্যাতিতার পরিবারের আইনজীবী সুদীপ্ত মৈত্র পুলিশের তদন্ত পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন, সহকারী সুপারের বয়ান নেওয়া হয়নি। যদিও সিবিআই জানায়, তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।
রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তোলেন এবং জানান, তদন্ত শেষ হয়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন হলে পুনরায় তদন্ত করা যায় না। তবে আদালতের নির্দেশ মানতে রাজ্য প্রস্তুত।
বিচারপতি সিবিআইয়ের তদন্ত বিলম্বিত হওয়ার কারণ জানতে চান এবং পুলিশের কেস ডায়েরি পেশ করার নির্দেশ দেন। দুই সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি হবে।