নতুন বাংলা বছরের শুরুর ঠিক আগে কলকাতা পাচ্ছে বিশেষ উপহার। তিন বছর পর অবশেষে উদ্বোধনের অপেক্ষায় কালীঘাট স্কাইওয়াক। পুরসভার তত্ত্বাবধানে গড়ে ওঠা এই আকাশপথ দিয়ে হেঁটে পৌঁছনো যাবে সরাসরি মায়ের চরণে।
রবিবার মুখ্যমন্ত্রী একটি ভিডিও পোস্ট করে জানান, ১৪ এপ্রিল স্কাইওয়াকের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ভিডিওতে স্কাইওয়াকের উপর থেকে কালীঘাট মন্দির ও আশপাশের এলাকার পাখির চোখে দেখা দৃশ্য তুলে ধরা হয়েছে।
৫০০ মিটার লম্বা ও ১০ মিটার চওড়া এই স্কাইওয়াকে থাকছে ৫টি প্রবেশদ্বার, যার মধ্যে দুটি প্রধান গেট। শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিকের গেটে আলোর খেলায় দেখা যাবে কালীঘাট মন্দিরের ছায়া, আর গুরুপদ হালদার রোডের দিকের গেটে মাতৃমূর্তির আভাস। প্রায় ৮০ কোটি টাকা খরচে নির্মিত এই স্কাইওয়াক দক্ষিণেশ্বর স্কাইওয়াকের আদলে হলেও, সৌন্দর্যায়নে রয়েছে বাড়তি গুরুত্ব।
দীর্ঘদিনের অপেক্ষার পর নতুন বছর শুরুর মুখে এই স্কাইওয়াক শহরবাসীর জন্য যেমন উৎসবের আনন্দ বাড়াবে, তেমনি ভক্তদের যাতায়াতও হবে আরও সুষ্ঠু ও নিরাপদ।