ডেস্ক: সোমবারের মতো মঙ্গলবারেও দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা দক্ষিণবঙ্গে। পূবালি হাওয়ার জন্য কলকাতা-সহ সংলগ্ন এলাকায় ঝড়-বৃষ্টি। বাংলা এবং ওড়িশার উত্তর অংশে নিম্নচাপের জেরে মঙ্গলবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপ সেভাবে থাবা না বসালেও শক্তিশালী দক্ষিণ-পূর্ব হাওয়ার দাপটে আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গে এবং বুধবার পর্যন্ত অর্থাৎ আগামী ৪৮ এমনই আবহাওয়া থাকবে। অন্যদিকে এদিন থেকেই বৃষ্টি বাড়তে চলেছে উত্তরবঙ্গে। বুধবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। উপকূলের জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা বেশি। মৎস্যজীবীদের আজ মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
মঙ্গলবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওয়া অফিস বলছে, লক্ষ্মীপুজো অর্থাৎ বুধবার অবধি এমনটাই থাকবে আবহাওয়ার গতিপ্রকৃতি। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে।
আরও পড়ুন: পুজো মিটতেই বাড়ল সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত ১৯৪
অন্যদিকে মঙ্গলবার কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায়। কমলা সতর্কতার অর্থ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। অন্যদিকে হলুদ সতর্কতা রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। হলুদ সতর্কতা মানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।