প্রথম পাতা খবর রাজ্যে মহিলাদের ক্ষমতায়নে নেওয়া একাধিক প্রকল্পগুলিতে আর্থিক সাহায্য করতে চলেছে বিশ্ব ব্যাঙ্ক

রাজ্যে মহিলাদের ক্ষমতায়নে নেওয়া একাধিক প্রকল্পগুলিতে আর্থিক সাহায্য করতে চলেছে বিশ্ব ব্যাঙ্ক

274 views
A+A-
Reset

ডেস্ক: রাজ্যে মহিলাদের ক্ষমতায়নে নেওয়া একাধিক প্রকল্পে আর্থিক সাহায্য করতে চলেছে বিশ্ব ব্যাঙ্ক। আর এটা যদি বাস্তবায়িত হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে তা হবে মাইলফলক স্পর্শের সমান। মহিলাদের সামাজিক সুরক্ষার জন্য ‘উইমেনস এমপাওয়ারমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম’-এ প্রায় সাড়ে ১২ কোটি মার্কিন ডলার সাহায্য মিলতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর।

বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, রাজ্যের মহিলাদের ক্ষমতায়নে যে সমস্ত প্রকল্প চালু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রকল্পে আর্থিক সাহায্য করবে তারা। মহিলাদের সামাজিক সুরক্ষার জন্য উইমেনস এমপাওয়ারমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম-এ প্রায় সাড়ে ১২ কোটি মার্কিন ডলার সাহায্য মিলতে পারে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।


অর্থনৈতিক ক্ষেত্রে রাজ্যের যে বৃদ্ধি ঘটেছে তা ছাপিয়ে গিয়েছে দেশের গড় বৃদ্ধির হারকেও। কর্মক্ষেত্রে মহিলাদের আরও বেশি অংশগ্রহণ করানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহিলাদের কাজে যোগ দেওয়া বা ‘ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন’ জাতীয় গড়ের থেকে অনেকটাই কম। এ ক্ষেত্রে জাতীয় গড় ২৩ শতাংশ, রাজ্যের গড় ১৬ শতাংশ। তাই একদিকে ক্রমবর্ধমান বয়স্ক মানুষদের পরিচর্যা, পেনশন এবং চিকিৎসা খরচ জোগানো এবং কর্মক্ষেত্রে মহিলাদের আরও বেশি অংশগ্রহণ করানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলাতে সিট গঠন না হওয়াতে, হাইকোর্টে মামলাকারীরা


রাজ্য সরকার ইতিমধ্যেই মহিলাদের উন্নয়নে একগুচ্ছ প্রকল্প নিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, এছাড়াও কন্যাশ্রী (Kanyashree), রূপশ্রী (Rupasree), বিধবাভাতা থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড মহিলাদের নামে করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরও সামাজিক উন্নয়নের আরও কাজ রাজ্য সরকার করতে চায়। এছাড়া দিব্যাঙ্গদের ক্ষেত্রেও আয়ত্তাধীন বাড়ি বা কমিউনিটি কেন্দ্রীয় পরিচর্যার ব্যবস্থা করা–সহ অন্যান্য বিষয় নিয়েও করতে চায় রাজ্য সরকার। এমনকী কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পের মাধ্যমে আরও বেশি করে মহিলাদের যুক্ত করার ব্যবস্থা করা হচ্ছে। আরও বেশি করে নাগরিকদের যাতে সুবিধা দেওয়া যায় তারও ব্যবস্থা করতে চায় রাজ্য সরকার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.