প্রথম পাতা খবর হীরের থেকেও দামী, বিশ্বের সবথেকে বড় রত্ন ৩১০কেজি ওজনের “নীলকান্ত” মণি আবিষ্কার শ্রীলঙ্কায়

হীরের থেকেও দামী, বিশ্বের সবথেকে বড় রত্ন ৩১০কেজি ওজনের “নীলকান্ত” মণি আবিষ্কার শ্রীলঙ্কায়

370 views
A+A-
Reset

ওজন ৩১০কেজি। এই মুহূর্তে বিশ্বের সর্ব বৃহৎ রত্ন বা মণি এখন এটাই। যা সদ্য উদ্ধার হয়েছে আমাদের পড়শী দেশ শ্রীলঙ্কার খনি গর্ভ থেকে। যার নামকরণ করা হয়েছে “ক্যুইন অব এশিয়া”।

বিশ্বের সবচেয়ে বড় ৩১০ কেজি ওজনের নীলকান্তমণির মালিক এখন দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। হিরের চেয়েও দামী এই রত্ন নীলকান্ত মণি। আর একটি মণির ওজন যদি হয় ৩১০ কেজি, তাহলে তো আর কথাই নেই। এটা কোনো কল্প কাহিনি নয়।

শ্রীলঙ্কার মাটির নিচে সত্যি সত্যিই সন্ধান পাওয়া গিয়েছে এমন একটি বিশাল আকৃতির মণির। এটাই এখন পৃথিবীর বৃহত্তম নীলকান্ত মণি তো বটেই, এটিই এখনও অবধি সন্ধান পাওয়া পৃথিবীর বৃহত্তম রত্নও। সমস্ত প্রশাসনিক নিয়ম মেনে শ্রীলঙ্কার জাতীয় রত্ন ও অলঙ্কার কর্তৃপক্ষের হাতে রত্নটি তুলে দিয়েছেন এটিকে উদ্ধারকারী শ্রীলঙ্কার রতনপুরা শহরের মানুষজন।

প্রথমবারের জন্য এই অসামান্য রত্নটিকে সামনে আনা হয় গত রবিবার। অবশ্য এটি পাওয়া যায় বিশেষভাবে চৌকো করে কাটা একটি রত্নখনি থেকে ৩ মাস আগেই। বিশ্বের সবচেয়ে বড় এই নীলকান্তমণির ওজন ৩১০ কেজি! এর নাম রাখা হয়েছে কুইন অফ এশিয়া।

শ্রীলঙ্কার রত্ন শহর বলে পরিচিত রত্নপুরা-র একটি জেম পিট থেকে এটি পাওয়া যায়। যা এখন শ্রীলঙ্কার কাছে একটা অত্যন্ত গর্বের বিষয় হয়ে উঠেছে খুব স্বাভাবিক ভাবেই।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.