কলকাতা: রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির আভাস দেওয়া হলেও ধীরে ধীরে তার পরিমাণ কমবে।
রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। কোথাও ভারী বৃষ্টি হবে না। হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার হাতেগোনা কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের তুলনামূলকভাবে বেশি জায়গায় বৃষ্টি হতে পারে।
রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে। ওই দুটি জেলার পাশাপাশি দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই পাঁচটি জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কালিম্পঙে কোনও সতর্কতা জারি করা হয়নি। সেখানে বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকবে।
আবহাওয়াবিদদের মতে, উত্তরবঙ্গে সোমবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। এদিকে, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর সক্রিয় হওয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।