কলকাতা: উচ্চ প্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি)। মঙ্গলবার সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টের দেওয়া রায় বহাল রাখল। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছে, আপাতত কলকাতা হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত।
উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্ট উচ্চ প্রাথমিকে নিয়োগের মামলায় রাজ্যকে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিল। তবে কয়েকজন চাকরিপ্রার্থী সেই নির্দেশকে সংরক্ষণ নীতির পরিপন্থী বলে দাবি করে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানান। এর ফলে উচ্চ প্রাথমিকে ১৪ হাজার চাকরিপ্রার্থীর নিয়োগ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়।
২০১৫ সাল থেকে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় জটিলতার সম্মুখীন হচ্ছেন চাকরিপ্রার্থীরা। ২০২০ সালে উচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিলেও ২০২৩ সালে প্যানেল প্রকাশের অনুমতি দেয়। তবে, তখন স্পষ্টভাবে বলা হয়েছিল, এসএসসি কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না। এ বছরের আগস্ট মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে, নতুন করে মেধাতালিকা প্রকাশ করে কাউন্সেলিংয়ের মাধ্যমে নিয়োগ করতে হবে।
এই রায়ের পরেই ১৪,০৫২ শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল স্কুল সার্ভিস কমিশন। প্রায় আট বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়া ঝুলে ছিল। এবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ না করার সিদ্ধান্তের ফলে এসএসসি তাদের নিয়োগ প্রক্রিয়া নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবে।