রাজ্যে তৈরি হচ্ছে আরও ৫৫টি অক্সিজেন প্ল্যান্ট, জানাল সরকার

ডেস্ক: রাজ্যে একের পর এক হাসপাতাল ও নার্সিংহোম থেকে অক্সিজেনের অভাবের দাবি তোলা হচ্ছে। এই অবস্থায় অক্সিজেন সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে একাধিক বড় পদক্ষেপ করা হয়েছে। এ দিন নবান্ন সূত্রে জানানো হয়, রাজ্যে ক্রমবর্ধমান অক্সিজেনের চাহিদার কথা মাথায় রেখে ৫৫ টি অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিগত কয়েক মাসের প্রচেষ্টায়  মহকুমা স্তর পর্যন্ত মোট ১০৫ টি সরকারি কোভিড হাসপাতালে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ MGPS সুনিশ্চিত করা হবে। হাসপাতালগুলি প্রয়োজনে অক্সিজেনের পাইপলাইন সম্প্রসারণ করতে পারবে। অক্সিজেন সরবরাহে এলাকাভিত্তিক নিষেধাজ্ঞা শিথিল করা হল।’ বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য সরকার।

আরও পড়ুন: লকডাউনে বাইরে বের হলে দেখাতে হবে আধার কার্ড, নির্দেশ হাইকোর্টের


এই পদ্ধতিতে রাজ্যের প্রায় ১২,৫০০ জন কোভিড আক্রান্তকে ২৪ ঘণ্টা ধরে নিরবিচ্ছিন্নভাবে অক্সিজেন পরিষেবা দেওয়া সম্ভব। এছাড়াও আগামী ১৫ মে ২০২১ এর মধ্যেই আরও ৪১ টি সরকারি হাসপাতালে অক্সিজেনের পাইপলাইন বসানোর পরিকল্পনা রয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। সেক্ষেত্রে আরও ৩০০০ কোভিড রুগীকে সুচিকিৎসা দেওয়া যাবে বলেই মনে করছেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক