মণ্ডপে চলেছে প্রতিমা। ছবি: রাজীব বসু
কলকাতা: দক্ষিণবঙ্গে কালীপুজো, দেওয়ালি, ও ছট উৎসবের সময় কোনও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
রবিবার দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির মেঘ তৈরি হলেও ভারী বৃষ্টি হয়নি। সোমবারেও আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। বড় জোর কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও একই রকম পরিস্থিতি থাকবে।
তবে, এরই মধ্যে আরেকটি আশংকার কথা শুনিয়েছে হাওয়া অফিস। নভেম্বর মাসের প্রথম সপ্তাহের একেবারে শেষদিকে উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা বর্তমানে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে কমলেও এখনই শীতের প্রভাব অনুভূত হবে না। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম কিছুটা বজায় থাকবে। মৃদু উত্তুরে হাওয়া প্রবাহিত হতে শুরু করলে শীতের হালকা অনুভূতি পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।