ডেস্ক: এবার নন্দীগ্রাম মামলা গেল বিচারপতি শম্পা সরকারের এজলাসে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই কলকাতা হাইকোর্টের নয়া বেঞ্চে নন্দীগ্রাম মামলার শুনানি হতে পারে। সম্প্রতি এই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি কৌশিক চন্দ। ফলে এবার বিচারপতি শম্পা সরকারের এজলাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা।
সূত্রের খবর, সোমবার বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে এই মামলা স্থানান্তরিত করা হয়েছে। ফলে অবশেষে এই মামলার শুনানি শুরু হতে পারে, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালই মামলাটি বিচারপতি শম্পা সরকারের এজলাসে পাঠিয়েছেন।
জানা গিয়েছে, কৌশিক চন্দ সরে দাঁড়ানোয় এতদিন মামলাটি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের কাছে জমা ছিল। সোমবার প্রধান বিচারপতি স্পষ্ট ভাবে জানিয়ে দেন বিচারপতি শম্পা সরকারের এজলাসে হবে শুনানি। মঙ্গলবার এই মামলায় আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন মামলাকারীর আইনজীবীরা। এরপর ঠিক হবে শুনানির দিনক্ষণ ।
নন্দীগ্রামের ভোট পুনর্গণনার দাবিতে হাইকোর্টে মামলা করেছিলেন তৃণমূলনেত্রী।গণনায় কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের ফলাফল পুনর্গণনার দাবি নিয়ে করা এই মামলার শুনানি কৌশিক চন্দের বেঞ্চে হোক, তা আগাগোড়াই চাননি মমতা। এর কারণ হিসেবে দাবি করা হয়, কৌশিক চন্দকে একাধিক সময় বিজেপির নানা অনুষ্ঠানে দেখা গিয়েছে। তিনি ‘বিজেপি মনোভাবাপন্ন’ বলেও দাবি করে তৃণমূলের আইনজীবী সেল।
মুখ্যমন্ত্রীর তরফ থেকে আইনজীবী সঞ্জয় বসু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের কাছে আবেদন করেছিলেন এজলাস বদল করার জন্য। বিচারপতি কৌশিক চন্দের বিরুদ্ধে বিজেপি যোগের অভিযোগ তুলে এই মামলা থেকে সরে যাওয়ার আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। গত বুধবার নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান বিচারপতি কৌশিক চন্দ। যদিও তিনি বিচার ব্যবস্থাকে কলুষিত করার অভিযোগ করে মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লক্ষ টাকা জরিমানা করেন।