কলকাতা: সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে উড়ো ফোনে তীব্র আতঙ্ক। বিমান হাইজ্যাক এবং বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়।
ঘটনায় প্রকাশ, সকাল ১০টা ৫৫ মিনিটে এয়ার ইন্ডিয়ার সিকিউরিটি চেকিংয়ের ই-পোর্টালে ফোন আসে, যেখানে জানানো হয় যে মাঝ আকাশে একটি বিমান হাইজ্যাক করা হবে। ফোনটি কেটে যাওয়ার মাত্র দু’মিনিটের মাথায় আবার ফোন আসে, এবং জানানো হয় যে বিমানবন্দরের একটি বিমানে হাইড্রোজেন বোমা রাখা আছে যা যেকোনও সময় বিস্ফোরিত হতে পারে।
এই হুমকি ফোনের পরপরই বিমানবন্দরে হাই এলার্ট জারি করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিআইএসএফ উচ্চ পর্যায়ের বৈঠক ডেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টার বৈঠকের পর নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ এখন তদন্ত করছে, ফোনটি কোথা থেকে করা হয়েছিল এবং এর পেছনে কারা থাকতে পারে। বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।