‘ডি কোম্পানি’র নামে হুমকি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে , মালদহে গ্রেফতার যুবক

মালদহের ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শাহদত শেখ, যিনি ফোনে নিজেকে ‘ডি কোম্পানি’র প্রদীপ বলে পরিচয় দিয়েছিলেন। ওই ঘটনার সঙ্গে মোট পাঁচ জন জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। তাদের মধ্যে চার জনকে আটক করা হয়েছে, একজন বিহারের বাসিন্দা।

কৃষ্ণেন্দু জানান, বুধবার সন্ধ্যায় তিনি একটি মেসেজ পান, যেখানে লেখা ছিল, “২০ পেটি (কোটি টাকা) দিতে হবে, না হলে পরিবার-সহ প্রাণে মেরে ফেলা হবে”। হুমকি পেয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন।

তদন্তে জানা গেছে, শাহদত এই হুমকির জন্যই কলকাতায় গিয়েছিলেন এবং সহজে ধরা না পড়তে হিন্দিতে কথা বলেছিলেন। এমনকি আলাদা সিম কার্ডও জোগাড় করেছিলেন। তবে আসলে তিনি কৃষ্ণেন্দুর পূর্বপরিচিত এবং প্রচুর ঋণে ডুবে ছিলেন। দ্রুত টাকা জোগাড় করতেই তিনি এই পরিকল্পনা করেন বলে পুলিশ জানতে পেরেছে।

পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত গ্রেফতার হলেও তদন্ত চলছে, আটক বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক