প্রথম পাতা খবর রিজেন্ট পার্কের ফ্ল্যাট থেকে উদ্ধার স্বামী-স্ত্রী-মেয়ের ঝুলন্ত দেহ

রিজেন্ট পার্কের ফ্ল্যাট থেকে উদ্ধার স্বামী-স্ত্রী-মেয়ের ঝুলন্ত দেহ

307 views
A+A-
Reset

কলকাতা: রিজেন্ট পার্ক এলাকায় মর্মান্তিক ঘটনা। বাড়ি থেকে মা, বাবা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আর্থিক সঙ্কটের জেরেই আত্মহত্যা করেছে এই পরিবার। তবে আর্থিক অনটন না কি এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

রিজেন্ট পার্ক থানা এলাকার গঙ্গাপুরী প্রাইমারি স্কুলের উল্টৈাদিকে আবাসন। ১৯৬/১ আবাসনের দোতলায় ব্যবসায়ী বিজয় চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট। তবে এটি ভাড়ার ফ্ল্যাট। সেখানেই স্ত্রী রানু ও মেয়ে ঐন্দ্রিলাকে নিয়ে থাকতেন বিজয়বাবু। এলাকার লোকজন জানান, মাস কয়েক আগে এখানে ভাড়া আসেন বিজয়বাবু।

গত ৩-৪ দিন বাড়ি থেকে তিনজনের কাউকে বের হতে দেখা যায়নি। এরইমধ্যে রবিবার প্রতিবেশীরা পচা গন্ধ পাচ্ছিলেন। বিজয়বাবুর ঘরের দিক থেকেই গন্ধটা আসছিল। এরপর দরজায় গিয়ে ধাক্কাধাক্কি শুরু করেন প্রতিবেশীরা। দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও কোনো রকম সাড়াশব্দ পাননি। আসেন ফ্ল্যাটের মালিকও। এর পরই থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে ব্যবসায় লোকসান চলছিল ওই ফ্ল্য়াটের মালিকের। মৃতদেহের পাশে কোনও সুইসাইড নোট না পাওয়া গেলেও প্রাথমিক তদন্তের পর মনে করছে আর্থিক অনটনের জেরেই এমন ঘটনা ঘটতে পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.