আনিস হত্যার মামলা, সাসপেন্ড আমতার ৩ পুলিশকর্মী

সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে, ছাত্রনেতা আনিস খান হত্যার ঘটনায় SIT গঠন করে ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে। এরপর দেখা গেল সেই তদন্ত শুরুর কয়েকঘণ্টার মধ্যেই পুলিশের চূড়ান্ত সক্রিয়তা। যার জেরে আমতা থানার তিন পুলিশকর্মীকে এই ঘটনায় সাসপেন্ড করা হল।

জানা গিয়েছে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার এই তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড এর সিদ্ধান্ত নিয়েছেন। সাসপেনশনের খবর সামনে এসেছে মঙ্গলবার সকালেই। সাসপেন্ড তিন পুলিশ কর্মীর বিরুদ্ধে দ্রুত শুরু করা হতে পারে বিভাগীয় তদন্ত বলেও জানা কাছে।

অপরদিকে আমতার ওসি এবং এক সেকেন্ড অফিসারকে ভবানীভবনে ডেকে পাঠিয়েছে সিট। ছাত্র নেতা আনিস মৃত্যুর ঘটনার তদন্তের দায়িত্বে ছিলেন এই দুই পুলিশ কর্মী বলে জানা গিয়েছে। তাই এই ঘটনার বিস্তারিত বিবরণ ও তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যেই তাঁদের তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আমতা থানার এক এএসআই, এক কনস্টেবল ও এক হোমগার্ডকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার রাতে আনিসের পরিবারের তরফে থানায় গোটা বিষয়টি জানানোর পর যে তৎপরতা প্রত্যাশিত ছিল, তা দেখাননি পুলিশকর্মীরা, এমনটাই অভিযোগ হিসেবে উঠে আসছে। আর এই বিষয়টাকে গাফিলতির শামিল বলেই ধরে নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, পুলিশের প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে এসপি নিজেই তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনায় হাওড়া গ্রামীণ এর পুলিশ সুপার এর বক্তব্য, ”জনস্বার্থে নিরপেক্ষ তদন্তের কারণে আমরা তিনজনকে সাসপেন্ড করেছি।”

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন