ফের এনকাউন্টার উত্তরপ্রদেশে! নিহত পঞ্জাব পুলিশের খাতায় ‘ওয়ান্টেড’ তিন খলিস্তানি জঙ্গি

পঞ্জাব ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ অভিযানে পিলভিটে খতম তিন খলিস্তানি জঙ্গি। অভিযানে নিহত জঙ্গিদের কাছ থেকে দুটি একে৪৭ রাইফেল, পিস্তল এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। পঞ্জাব পুলিশের ওয়ান্টেড লিস্টে থাকা এই তিন জঙ্গির নাম গুরবিন্দর সিং, বীরেন্দ্র সিং এবং জশপ্রীত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তিন জঙ্গি নিষিদ্ধ জঙ্গি সংগঠন খলিস্তান কমান্ডো ফোর্সের সক্রিয় সদস্য। তাঁদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। সম্প্রতি পঞ্জাবের গুরুদাসপুরে এক পুলিশ ফাঁড়িতে গ্রেনেড হামলার ঘটনায় অভিযুক্ত ছিল এই তিনজন। ওই হামলার দায় স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিল খলিস্তান কমান্ডো ফোর্স।

গুরুদাসপুরের হামলার পর থেকেই পঞ্জাবের বিভিন্ন জায়গায় পুলিশের ওপর আক্রমণের ঘটনা ঘটছিল। অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি চালাতে গিয়ে জানতে পারে, তারা উত্তরপ্রদেশের পিলভিটে গা ঢাকা দিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে উত্তরপ্রদেশ পুলিশের সহযোগিতায় সোমবার অভিযান চালায় পঞ্জাব পুলিশ।

তল্লাশি চলাকালীন জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পালটা জবাব দেয় পুলিশ। এনকাউন্টারে গুরুতর আহত অবস্থায় তিন জঙ্গিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের মৃত্যু হয়।

অভিযানের পর জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে একে৪৭ রাইফেল, পিস্তল এবং বিপুল পরিমাণ গুলি। পাঞ্জাব পুলিশ জানিয়েছে, এই জঙ্গিদের একাধিক বড়সড় হামলার ছক ছিল। গোটা ঘটনার তদন্ত চলছে এবং জঙ্গি সংগঠনের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চলছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন