রেললাইনে ভিডিও রিল বানাতে গিয়ে মুর্শিদাবাদে মর্মান্তিক মৃত্যু ৩ স্কুল পড়ুয়ার

মুর্শিদাবাদ: বুধবার সুতি থানার আহিরন ব্রিজে মালগাড়ির ধাক্কায় মৃত তিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেল লাইনের উপর দাঁড়িয়ে রিল ভিডিও বানাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটে তিন ছাত্রের। আহত আরও দু’জন।

ঘটনায় প্রকাশ, সুতির সাহা পাড়ার বাসিন্দা পাঁচ বন্ধু এদিন আহিরন ব্রিজে ঘুরতে এসেছিল। ব্রিজের উপর রেল লাইনে ভিডিও রিল করার সময় আচমকাই লাইনে সামনে চলে আসে মালগাড়ি। কোনও কিছু বুঝে ওঠার আগেই মালগাড়িতে ধাক্কা লাগে তাঁদের।। মৃত তিন ছাত্রের নাম সামিউল শেখ, আমাউল শেখ এবং রিয়াজ শেখ।

মৃত তিন ছাত্রই ঔরঙ্গাবাদের একটি বেসরকারি স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করত বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে রেল পুলিশ। আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় স্থানীয়রা। দু’জনেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। গোটা ঘটনায় শোকের ছায়া এলাকায়।

এ প্রসঙ্গে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় জানান, “ঘটনাটি রেল পুলিশের এলাকাতে হয়েছে। তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে ও দু’জন আহত হয়েছেন।”

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন