পাহাড় থেকে খাদে পড়ল সেনার গাড়ি, জম্মু ও কাশ্মীরে মৃত ৩ জওয়ান

শনিবার জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন সেনা জওয়ান। আহত হয়েছেন আরও দুই জওয়ান।

সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, “ডিউটিতে থাকা একটি সেনা গাড়ি বান্দিপোরা জেলায় খারাপ আবহাওয়া এবং দুর্বল দৃশ্যমানতার কারণে গিরিখাতে পড়ে যায়। আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই কাজে স্থানীয় কাশ্মীরি বাসিন্দাদের সহযোগিতার জন্য আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ। তবে দুঃখজনকভাবে তিন সাহসী জওয়ানকে আমরা হারিয়েছি।”

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধারকাজে সাহায্য করেন। আহত জওয়ানদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এই দুর্ঘটনায় প্রাণ হারানো জওয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন