কলকাতা: দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে সোমবার সকালে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। স্কুলে প্রবেশের সময় চারতলার ওপর থেকে একটি আস্ত কাচের প্যানেল ভেঙে পড়ে, আহত হয় তিন পড়ুয়া। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের মাথায় গুরুতর আঘাত লেগে ৪০টি সেলাই পড়েছে।
একজন পড়ুয়াকে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে এবং অন্যজনকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃতীয়জনকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠানো হয়েছে।
অভিভাবকদের অভিযোগ, স্কুলের রক্ষণাবেক্ষণে গাফিলতি রয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য টাকা নেওয়া হলেও কাজ ঠিক মতো হয় না। দুর্ঘটনার পর অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা পর্যন্ত করা হয়নি বলে অভিযোগ। অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতার সমালোচনা করেছেন।
স্কুলের প্রিন্সিপ্যাল ঘটনাস্থলে এসে অভিভাবকদের সঙ্গে দেখা করেননি বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ে স্কুল কর্তৃপক্ষ এখনও কোনও মন্তব্য করেনি।