বৃহস্পতিবার, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরা অঞ্চলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই। নিকেশ তিন জইশ-ই-মহম্মদ জঙ্গি।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নিহত জঙ্গিদের নাম আসিফ আহমেদ শেখ, আমির নাজির ওয়ানি এবং ইয়াওয়ার আহমেদ ভাট। এরা সকলেই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার বাসিন্দা।
এই সংঘর্ষ শুরু হয় দক্ষিণ কাশ্মীরের অবন্তীপুরা সাব-ডিভিশনের নাদর ও ত্রাল অঞ্চলে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে এটি জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় বড় জঙ্গি দমন অভিযান। এর আগে ১৩ মে মঙ্গলবার, একটি পৃথক সংঘর্ষে তিনজন জঙ্গি নিকেশ হয়। সেই অভিযান শুরু হয় কুলগামে এবং পরে ছড়িয়ে পড়ে শোপিয়ানের জঙ্গলে।
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী জঙ্গিদের গতিবিধি শনাক্ত করে।
ভারতীয় সেনাবাহিনী। এক্স পোস্টে জানিয়েছে, “১৩ মে ২০২৫ তারিখে, রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শোপিয়ানের শোয়েকাল কেলার এলাকায় ভারতীয় সেনাবাহিনী একটি সার্চ অ্যান্ড ডেস্ট্রয় অপারেশন চালায়। অভিযানের সময় জঙ্গিরা অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে। তীব্র গুলির লড়াইয়ের পর তিনজন কট্টর জঙ্গিকে নিকেশ করা হয়। অভিযান এখনও চলছে”।