কলকাতা: আজ সোমবার থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি -সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের আটটি জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
পাশাপাশি, সমুদ্র উত্তাল থাকবে বলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বইছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এ ছাড়া, কালিম্পং, আলিপুরদুয়ার জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।