শহরে গরম! টালিগঞ্জের একটি দোকানে মাটির জলের কলসি। ছবি: রাজীব বসু
সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়ছে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে।
বিশেষ করে বাংলাদেশ সংলগ্ন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার বিকেল ও রাতে এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিমি গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।
এই পরিস্থিতি চলবে অন্তত বুধবার পর্যন্ত। কলকাতায়ও সোমবার ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই শহরে তাপমাত্রা ৩ ডিগ্রি বেড়েছে, সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।