আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

শহরে গরম! টালিগঞ্জের একটি দোকানে মাটির জলের কলসি। ছবি: রাজীব বসু

সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়ছে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে।

বিশেষ করে বাংলাদেশ সংলগ্ন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার বিকেল ও রাতে এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিমি গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।

এই পরিস্থিতি চলবে অন্তত বুধবার পর্যন্ত। কলকাতায়ও সোমবার ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই শহরে তাপমাত্রা ৩ ডিগ্রি বেড়েছে, সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক