সপ্তাহ জুড়ে রাজ্যে ঝড়বৃষ্টি, দক্ষিণবঙ্গের ৬ জেলায় কমলা সতর্কতা

আবার নিম্নচাপের জেরে বিপর্যস্ত রাজ্যের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। বুধবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বর্ষণের সম্ভাবনা।

এই নিম্নচাপ আগামী ৪৮ ঘণ্টায় ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের দিকে অগ্রসর হবে। সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং মৌসুমি বায়ুর প্রভাবে উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সপ্তাহভর বজ্রঝড় ও বর্ষণ চলবে।

এদিকে সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টা ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং ও আলিপুরদুয়ারেও সপ্তাহজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন