Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এ বার সরকারি বাসে ওঠার আগেই টিকিট, বুকিং হবে ফেরি সার্ভিসেও! জানুন, কী ভাবে করবেন? - NewsOnly24

এ বার সরকারি বাসে ওঠার আগেই টিকিট, বুকিং হবে ফেরি সার্ভিসেও! জানুন, কী ভাবে করবেন?

কলকাতা: যাতায়াত হবে আরও সহজ ও প্রযুক্তি নির্ভর। এবার থেকে সরকারি বাস ও জলপথ পরিবহনের ফেরির টিকিট কাটা যাবে ‘যাত্রীসাথী’ অ্যাপের মাধ্যমে। শুক্রবার ময়দান তাঁবুতে এই পরিষেবার সূচনা করেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

এখন এই অ্যাপের মাধ্যমে বহু মানুষ ট্যাক্সি বা অন্যান্য গাড়ি বুক করছে। পরিবহনমন্ত্রী জানিয়েছেন, আপাতত ১২টি সরকারি বাস রুটে পাইলট প্রজেক্ট হিসেবে এই পরিষেবা চালু হচ্ছে। বর্তমানে পাইলট প্রজেক্ট হিসেবে AC-39, AC- 50A, AC-37A, V-1, S-10, S-23A, AC-2, AC-43, AC-40, AC-23A, EB-12, S-66 এই ১২টি সরকারি বাসে চালু হচ্ছে।

টিকিট কাটার পর যাত্রীরা কিউআর কোড পাবেন, যা বাসে উঠে কন্ডাক্টরের কাছে দেখালে মেশিনের মাধ্যমে টিকিট ইস্যু হবে। আরও স্পষ্ট করে বললে, কোনো যাত্রী অ্যাপের মাধ্যমে টিকিট কাটার পর একটা কিউআর কোড মোবাইলে শো করবে। সেটা বাসে উঠে কন্ডাক্টরের মেশিনে দেখালে টিকিট বেরিয়ে আসবে। আগামীদিনে বেসরকারি বাসগুলিকেও এই পরিষেবার আওতায় আনা হবে।

এছাড়াও, কলকাতার বাস স্টপগুলিকে আধুনিক করতে এলইডি ডিসপ্লে বোর্ড বসানোর কাজ শুরু হচ্ছে। নিউটাউনের মতো প্রতিটি বাস স্টপেজে বাসের অবস্থান ও সময় জানানো হবে। ভিএলটিডি এবং জিপিএস সিস্টেমের মাধ্যমে বাসগুলির গতিবিধি ট্র্যাক করা হবে, যা যাত্রীসাথী অ্যাপেও দেখা যাবে। আগামী তিন মাসের মধ্যে এই প্রকল্প সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

যাত্রীদের সুবিধা বাড়ানোর পাশাপাশি, সরকারি বাসের যাত্রী হয়রানি কমাতে চালক ও কন্ডাক্টরদের জন্য বিশেষ নির্দেশ দেওয়া হবে। পরিবহন দফতরের পক্ষ থেকে এই বিষয়ে শীঘ্রই বৈঠক করা হবে।

Related posts

এসআইআর অসঙ্গতির তালিকা প্রকাশ্যে টাঙাতে, নথি নিলে দিতে হবে রশিদ, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর নোটিস মন্ত্রী তাজমুলকে, শুনানিতে ডাক নওশাদেরও

এসএসসি মামলায় বয়সছাড়ে ব্রেক, হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট