ঝাড়গ্রামে আবার বাঘের আতঙ্ক

ঝাড়গ্রাম: ফের বাঘের আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার বেলপাহাড়ি থানার কাঁকড়াঝোড় এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়ার পর থেকেই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বন দফতর সূত্রে জানা গেছে, বাঘের উপস্থিতির খবর নিশ্চিত হওয়ার পরই বেলপাহাড়ির আমঝরনা, আমলাশোল এবং কাঁকড়াঝোড় এলাকায় মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হয়েছে। বন দফতরের অনুমান, কিছুদিন আগে ঝাড়গ্রাম ও পুরুলিয়ার জঙ্গল ঘুরে ঝাড়খণ্ডে ফিরে যাওয়া বাঘটিই আবার ফিরে এসেছে। তবে এখনই বিষয়টি নিশ্চিত করা যায়নি।

বাঘের গতিবিধি নজরে রাখতে বন দফতর বিশেষ পদক্ষেপ নিচ্ছে। আজ সারাদিন এই বিষয়েই নজরদারি চলবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক