ঝাড়গ্রাম: ফের বাঘের আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার বেলপাহাড়ি থানার কাঁকড়াঝোড় এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়ার পর থেকেই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
বন দফতর সূত্রে জানা গেছে, বাঘের উপস্থিতির খবর নিশ্চিত হওয়ার পরই বেলপাহাড়ির আমঝরনা, আমলাশোল এবং কাঁকড়াঝোড় এলাকায় মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হয়েছে। বন দফতরের অনুমান, কিছুদিন আগে ঝাড়গ্রাম ও পুরুলিয়ার জঙ্গল ঘুরে ঝাড়খণ্ডে ফিরে যাওয়া বাঘটিই আবার ফিরে এসেছে। তবে এখনই বিষয়টি নিশ্চিত করা যায়নি।
বাঘের গতিবিধি নজরে রাখতে বন দফতর বিশেষ পদক্ষেপ নিচ্ছে। আজ সারাদিন এই বিষয়েই নজরদারি চলবে।